রেল চত্বরে পুলিশের হস্তক্ষেপ হলে ১ ঘণ্টার মধ্যে প্রতিবাদে হাজির হবেন: হাওড়া থেকে হুঁশিয়ারি শুভেন্দুর।

হাওড়া : রাজ্য সরকারের বিরুদ্ধে আগামীকাল নবান্ন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক আবহ। তার আগেই রবিবার হাওড়া স্টেশনে পৌঁছে রেল কর্তৃপক্ষ, আরপিএফ ও জৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুঁশিয়ারি দেন, “রেলওয়ের আওতাধীন জায়গায় কোনও বিক্ষোভকারীর উপর যদি বেঙ্গল পুলিশ বা মমতার পুলিশ অত্যাচার চালায়, তাহলে আমি ১ ঘণ্টার মধ্যে হাওড়া স্টেশনে এসে সরাসরি প্রতিবাদ জানাব।”

উল্লেখ্য, আগামীকাল জৌথ সংগ্রামী মঞ্চের ডাকে রাজ্য সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। সেই প্রেক্ষিতে এই বৈঠক ও শুভেন্দুর মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এছাড়াও, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিহারে নির্বাচন কমিশনের জমা দেওয়া এসআইআর রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, “বাংলায় বাংলাদেশি আর রোহিঙ্গারা ঢুকে রয়েছে। তাই এখানকার ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম মুছে ফেলতে হবে।” তাঁর দাবি, নির্বাচন কমিশনকে বাংলাতেও সেই পথে হাঁটতে হবে।

 

বিরোধী দলনেতার এই মন্তব্য ঘিরে আগামীকাল পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে, সেদিকেই তাকিয়ে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − six =