যাদবপুরে নিগ্রহের ঘটনায় শুভেন্দুকে ডেকে পাঠাল পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবাদ কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন তাতে শুভেন্দুর কাছ থেকে বিস্তারিত অভিযোগ শুনতে নোটিশ পাঠাল পুলিশ। প্রসঙ্গত,যাদবপুরের পড়ুয়া মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় বিজেপির তরফে। সেই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার উপর কিছু পড়ুয়া এবং বহিরাগতরা আক্রমণ করে বলে অভিযোগ জানিয়েছিলেন তিনি। পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে পুলিশ। সেদিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অভিযোগকারী শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনায় এবিভিপি কর্মীদের একটি প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা। সেখানেই অপর এক ছাত্র সংগঠনের বিরোধ বাধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে শুরু হয় তুমুল হই হট্টগোল। শুরু হয় হাতাহাতিও। এই সময়েই শুভেন্দু অধিকারীর উপর কয়েকজন ছাত্র চড়াও হয় বলে অভিযোগ করা হয়। শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। অতি বামপন্থী দলের সদস্যরা তাঁর উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিযোগ জানিয়েছিলেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ইতিমধ্যেই তদন্তে অনেকটাই এগিয়েছে পুলিশ। এই ঘটনায় র‍্যাগিং হয়েছে বলে মামলা রুজু করতে চলেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া এবং প্রাক্তনী মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সরকারি আইনজীবী আদালতে ২০০০ সালে প্রবর্তিত পশ্চিমবঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান র‌্যাগিং নিষিদ্ধ আইনের ৪ নম্বর ধারা প্রয়োগ করার জন্য আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =