ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। এবার জনস্বার্থ মামলা দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিযোগ, নিয়ম ভেঙে অনুমতি না নিয়ে জাতীয় সড়কে মিছিল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এমন অভিযোগ এনেই বৃহস্পতিবার এই জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু। এদিকে সম্প্রতি তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে রাজ্যের একাধিক জেলায় গেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান পেরিয়ে পুরুলিয়া পৌঁছেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। প্রতিটি জেলায় একের পর এক মিছিল ও সভাও করেন তিনি। প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তর দিনাজপুরে নবজোয়ার যাত্রার দ্বিতীয় দিনে হেমতাবাদ, রায়গঞ্জে জনসভা শেষে ইটাহারে পৌঁছন অভিষেক। সেখানে গোটা রাস্তা কার্যত ভরে যায় তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড়ে। চলতি মাসেই উত্তর দিনাজপুরের ইটাহার এবং মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে মিছিলও করেন বলে অভিষেক বন্দ্যোাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগে আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি, জাতীয় সড়ক আইন অনুযায়ী অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারেন না। আর এই ইস্যুতেই জনস্বার্থ মামলা দায়ের হয় বৃহস্পতিবার।
প্রসঙ্গত, ২০২০ সালে শাহিনবাগ মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে জাতীয় সড়ক, সার্বজনিক স্থান আটকে মিটিং-মিছিল করা যাবে না। এর জন্য প্রশাসনিক অনুমতি নিয়ে নির্দিষ্ট স্থানে সভা-সমিতি করতে হবে। যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ এই নিয়ম ভেঙেছেন অভিষেক। বিনা অনুমতিতে মিছিল করেছেন। শাহিনবাগের ঘটনাকে সামনে রেখেই অভিষেকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এক জনস্বার্থ মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী।এদিকে আদালত সূত্রে খবর, আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।