টেবিল টেনিসে তিউনিসে ট্রফি জিতলেন সুতীর্থা-ঐহিকা

অনবদ্য পারফরম্যান্স বাংলার টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়ের। ঐহিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটিতে দুর্দান্ত জয়। তিউনিসে WTT কন্টেন্ডার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুতীর্থা-ঐহিকা ভারতীয় জুটির। মেয়েদের ডবলসে এই জুটির সৌজন্যে ট্রফি এলেও বাকি বিভাগে হতাশা। সুতীর্থা-ঐহিকা মুখোপাধ্যায় ভারতের এই জুটি ফাইনালে হারায় জাপানের জুটি মিয়ু কিহারা-মিয়া হারিমোতেকোকে। ফাইনালে সুতীর্থাদের পক্ষে ফল ৩-১। এ বছর WTT কন্টেন্ডার টুর্নামেন্টে প্রথম ট্রফি জিতল ভারত। জাপানের জুটিকে সুতীর্থা-ঐহিকা হারায় ১১-৫, ১১-৬, ৫-১১, ১৩-১১ গেমে। জাপানের জুটি দুই উঠতি প্রতিভা। সিঙ্গলসের বিশ্ব ক্রমতালিকায় দু-জনেই রয়েছেন প্রথম ২৫-এ। ফাইনালে যাওয়ার পথে অবশ্য অনেক বেশি চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছিল সুতীর্থা মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায়কে। শেষ চারে কোরিয়ার শিন য়ুবিন-জিয়ন জিহি জুটিকে ৩-২ (৭-১১, ১১-৯, ১১-৯, ৭-১১, ১১-৯) ব্যবধানে হারিয়েছিলেন সুতীর্থারা। মেয়েদের ডবলসে ট্রফি এলেও মিক্সড ডবলসে ও পুরুষদের ডবলসে সেমিফাইনালেই হার ভারতের। মিক্সড ডবলসে মনিকা বাত্রা-সাথিয়া জ্ঞানেশ্বরণ জুটি সেমিফাইনালে হারে। অন্য দিকে, পুরুষদের ডবলসে মানব বিকাশ ঠাক্কার-মানুষ উৎপলভাই জুটিও শেষ চারেই হেরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 13 =