পুঞ্চ : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার চকা দা বাগ এলাকায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) সংলগ্ন অঞ্চল থেকে সন্দেহজনক ড্রোন থেকে ফেলা জিনিসপত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারির সময় একটি সন্দেহজনক ব্যাগ নজরে আসে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়।
কী ধরনের সামগ্রী উদ্ধার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

