সন্দেহজনক গতিবিধি, কাঠুয়ায় যৌথ তল্লাশি অভিযান জারি

জম্মু : উপত্যকার কাঠুয়া জেলার সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে তল্লাশি অভিযান চালালো নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।

রবিবার সেনা আধিকারিকরা এই বিষয়ে জানিয়েছেন। তাঁরা জানান, শনিবার গভীর রাতে হীরানগর সেক্টর লাগোয়া গ্রামে পুলিশ এবং সিআরপিএফ যৌথ তল্লাশি অভিযান চালায়। এক পদস্থ পুলিশ কর্তা বলেন, আমরা তিন থেকে চারজন সন্দেহভাজন ব্যক্তির কার্যকলাপ সম্পর্কে তথ্য পেয়েছি।

ওই এলাকায় আকাশপথেও নজরদারি রাখা হয়েছে। তিনি বলেন, অভিযান চলছে। তবে সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে এখনও বিশদে কোনও তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + four =