রাঁচি : দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে মিলল বড় সাফল্য। রাঁচি থেকে গ্রেফতার সন্দেহভাজন আইসিস জঙ্গি। জানা গিয়েছে, বহুদিন ধরেই চলছিল তার খোঁজ। পুলিশ সূত্রে খবর, ধৃত জঙ্গির নাম আজহার দানিশ। সে বোকারো জেলার পেটওয়ারের বাসিন্দা। ওই সন্দেহভাজন আইসিস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে সন্দেহ তদন্তকারীদের।
রাঁচির একটি লজ থেকে ওই আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে রাঁচির ইসলামনগর এলাকা থেকে সন্দেহভাজন আইসিস সন্ত্রাসী আজহার দানিশকে গ্রেফতার করা হয়েছে। দিল্লিতে তার বিরুদ্ধে একটি মামলার অভিযোগে এই অভিযান চালানো হয়েছে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় সংস্থাগুলির যৌথ অভিযানে দিল্লিতে আরও একজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ৮টি স্থানে অভিযান চলছে এবং প্রায় ৮ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

