নয়া দিল্লি : ১৪ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী সুরিয়াভানশি পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা। বিজয় হাজারে ট্রফিতে বিহারের দ্বিতীয় ম্যাচে শুক্রবার খেলছেন না ভারতের এই বিস্ময়-বালক। দল যখন খেলছে রাঁচিতে, ১৪ বছর বয়সী সুরিয়াভানশি তখন দিল্লিতে। সেখানে তিনি পাবেন রাষ্ট্রীয় সম্মাননা।
প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কারের জন্য এবার সুরিয়াভানশি মনোনীত হয়েছেন। শিশু-কিশোরদের জন্য ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা এটি।
বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ দক্ষতা ও অর্জনের জন্য দুটি ক্যাটেগরিতে এই পুরস্কার দেওয়া হয় ৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য। শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠানটি হবে। ভারতের রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী থাকবেন সেই অনুষ্ঠানে।

