বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে লাল বলের ট্রায়াল। সে কারণেই বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই তারকা ব্যাটার। সূর্যকুমার যাদব ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন। যদিও তাঁর লক্ষ্য টেস্ট স্কোয়াডে জায়গা পাকা করা। সে কারণেই বুচি বাবুতে নামার সিদ্ধান্ত নেন। প্রথম শ্রেনির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স মন্দ নয়। তেমনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। টেস্ট খেলার সুযোগ পেয়েছেন মাত্র একটি। বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ মিলবে কিনা নিশ্চয়তা নেই। তামিলনাডুর স্পিনের জালে বুচি বাবু টুর্নামেন্টে ধুঁকছে মুম্বই।
প্রথম দিন দুর্দান্ত ব্যাট করেছিল তামিলনাডু। দ্বিতীয় দিনও তাদের দাপট। অবশেষে মধ্যাহ্নভোজের আগে ৩৭৯ রানে অলআউট হয় তামিলনাডু। প্রদোশরঞ্জন পাল ৬৫, বাবা ইন্দ্রজিৎ ৬১ এবং ভূপতি ৮২ রান করেন। সামনে বড় স্কোর। মুম্বইয়ের অস্বস্তি বাড়ে ক্যাপ্টেনের অসুস্থতা। মুম্বইয়ের ক্যাপ্টেন সরফরাজ খান। অসুস্থতার জন্য দ্বিতীয় দিন ফিল্ডিংয়ে নামতে পারেননি সরফরাজ।
মুম্বইয়ের তারকা খচিত ব্যাটিং লাইন আপ। সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারের মতো দুই ব্যাটার। যদিও স্পিন জালে খাবি খেলেন সকলেই। দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেটে মাত্র ১৪১ রান তুলেছে মুম্বই। ক্রিজে রয়েছেন দিব্যাংশ সাক্সেনা। ৬১ রানে ব্য়াট করছেন তিনি। অসুস্থতার জন্য সরফরাজ ব্যাটিংয়েও নামতে পারেননি। তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার মাত্র ২ রান করেন। সূর্যকুমার যাদব মরিয়া চেষ্টা করলেও ৩০ রানেই ফেরেন। তামিলনাডুর হয়ে অজিত রাম ২টি, লক্ষ্য জৈন ৩টি এবং ক্যাপ্টেন সাই কিশোর ৩ উইকেট নেন। মুম্বইয়ের ভরসা এখন দিব্যাংশ।