বিশ্বকাপ শেষ হয়ে গেলেও সূর্যকুমার যাদবের দাপট এখনও শেষ হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও অনবদ্য সেঞ্চুরি করলেন বর্তমান ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি। মাত্র ৫১ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছেন। তাঁর দুরন্ত ইনিংসে ভর করেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জয় পেল ভারত। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল হার্দিক পাণ্ডিয়ার দল।
ভারত বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। মাউন্ট মাউনগানুইতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে এই ম্যাচে বৃষ্টি থাবা বসাতে পারেনি। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান কেন উইলিয়ামসন। তবে বিশ্বকাপ পর্ব শেষ হয়ে গেলেও ভারতীয় ব্যাটিং একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওপেনার পালটেও ভারতের মন্থর ব্যাটিংয়ের কোনও পরিবর্তন নেই। রবিবারের ম্যাচে ওপেন করতে নেমেছিলেন ইশান কিশান ও ঋষভ পন্থ। ওপেনিং জুটিতে মাত্র ৩৬ রান তোলেন তাঁরা। ১৩ বল খেলে মাত্র ৬ রান করেন ঋষভ।
পাওয়ার প্লের শেষ ওভারে ব্যাট করতে নামেন সূর্য। তিনি নামতেই ভারতীয় ব্যাটিংয়ের মেজাজটাই পালটে যায়। টিম সাউদি, লকি ফার্গুসনদের পালটা আক্রমণ শুরু করেন তিনি। তবে উলটো দিক থেকে তাঁকে সঙ্গ দেওয়া মতো কেউ ছিল না। শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া সকলেই ব্যাট হাতে ব্যর্থ। নির্ধারিত কুড়ি ওভারের শেষে ছয় উইকেট হারিয়ে ১৯১ রান তোলে ভারত। তিন উইকেট নেন কিউয়ি পেসার টিম সাউদি।
১৯২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কখনই স্বচ্ছন্দ দেখায়নি নিউজিল্যান্ডকে। প্রথম ওভারেই কিউয়ি ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। বিশ্বকাপে একটাও ম্যাচে সুযোগ না পাওয়া যুজবেন্দ্র চাহালও দু’টি উইকেট পেয়েছেন রবিবারের ম্যাচে। এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় কিউয়িরা। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক উইলিয়ামসন।