আইসিসি টি ২০ পুরুষদের ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষস্থানে বাবর আজম। আর হয়তো একটা বড় ইনিংস! তাঁকে শীর্ষস্থান থেকে ছিটকে দিতে পারেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ড সফরে টি ২০ তে শতরান করেছিলেন সূর্যকুমার যাদব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে ওপেন করানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। প্রথম দুই ম্যাচে আক্রমণাত্মক শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি সূর্য। তবে তৃতীয় ম্যাচে অনবদ্য। মাত্র ৪৪ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। যার সৌজন্যে আইসিসি ক্রমতালিকায় দু ধাপ উন্নতি হল সূর্যর। উঠে এলেন দ্বিতীয় স্থানে। শীর্ষস্থানে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে মাত্র ২ রেটিং পয়েন্টের পার্থক্য সূর্যর।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। ভারত এগিয়ে ২-১ ব্যবধানে। আগের দিন ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ৭৬ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন সূর্যকুমার যাদব। তিন ম্যাচে তাঁর সংগ্রহ ১১১ রান। সবকিছু ঠিক থাকলে এই সিরিজেই টি ২০ ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করতে পারেন সূর্য। প্রথম দশে সূর্য ছাড়া ভারতের আর কেউ নেই। বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন একমাত্র ভুবনেশ্বর কুমার। অষ্টম স্থানে রয়েছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায় ভারতের কেউই নেই।
ওয়ার্নার পার্কে ইনিংসের দ্বিতীয় ওভারেই অসুস্থতায় মাঠ ছাড়েন অধিনায়ক রোহিত শর্মা। বোর্ডের তরফে নিশ্চিত করা হয় তাঁর ব্যাক স্প্যাজম রয়েছে। তবে ভারতের জয়ে কোনও সমস্যা হয়নি। মাত্র ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন সূর্যকুমার যাদব। আন্তর্জাতিক টি ২০-তে তাঁর দ্রুততম অর্ধশতরান। ছয় মেরে অর্ধশতরানে পৌঁছান তিনি। ম্যাচের সেরার পুরস্কার জিতে সূর্য বলেন, ‘খুবই ভালো লাগছে। রোহিত মাঠ ছাড়ার পর, একজন ব্যাটারকে অন্তত ১৫-১৭ ওভার অবধি ক্রিজে থাকতে হত। আমি সেই কাজটা করতে পেরেছি, খুবই ভালো লাগছে। আগের ম্যাচের তুলনায় পিচ কি মন্থর ছিল? সূর্য বলেন, ‘কিছুটা মন্থর ছিল। সে কারণেই আরও বেশি জরুরি ছিল শেষ অবধি ক্রিজে থাকা।’ তৃতীয় ম্যাচে অবশেষে ওপেনারের ভূমিকায় সাফল্য। আইপিএলের অভিজ্ঞতা থেকেই নিজের উপর ভরসা রেখেছিলেন, জানালেন সূর্য।