এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট দলে ফিটনেস নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। কয়েক দিন আগে শ্রেয়স আয়ার ফিটনেস পরীক্ষা দিয়েছেন, এবার সেই পথে হাঁটতে যাচ্ছেন হার্দিক পাণ্ড্য। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এশিয়া কাপ, কিন্তু তার আগে দলে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের শারীরিক অবস্থায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। হার্দিকের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেসও প্রশ্নের মুখে। সূত্র অনুযায়ী, ১১ ও ১২ অগস্ট বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিক ফিটনেস পরীক্ষা দেবেন। জুলাইয়ের মাঝামাঝি থেকে মুম্বইয়ে অনুশীলন শুরু করলেও পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। সাদা বলের ক্রিকেটে দলের অন্যতম ভরসা হিসেবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে শতভাগ সুস্থ অবস্থায় চাইছে ভারতীয় দল ব্যবস্থাপনা। তাই তাড়াহুড়ো করে মাঠে ফেরাতে তারা রাজি নয়।
অন্যদিকে, সূর্যকুমার যাদব জুন মাসে জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছেন। এখনও পুরোপুরি সুস্থ নন তিনি এবং বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। অন্তত আরও এক সপ্তাহ সেখানে থাকতে হবে তাঁকে। মেডিক্যাল দল তাঁর অগ্রগতি পর্যবেক্ষণ করছে। কয়েক দিন আগে সমাজমাধ্যমে সূর্য নিজের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁকে ব্যাটিং অনুশীলন ও শরীরচর্চা করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, তনিজের প্রথম ভালবাসার কাছে ফেরার তর আর সইছে না।দ তবে চিকিৎসক ও সাপোর্ট স্টাফরা মনে করছেন, আরও কয়েক দিন বিশ্রাম ও ফিটনেস ট্রেনিং প্রয়োজন।
হার্দিক ও সূর্যের এই অনিশ্চয়তার কারণে এশিয়া কাপের দল এখনও ঘোষণা করতে পারেনি ভারতীয় বোর্ড। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান একই গ্রুপে রয়েছে এবং ১৪ সেপ্টেম্বর নির্ধারিত তাদের লড়াই। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে সাম্প্রতিক অবনতির কারণে এই ম্যাচ নিয়েও সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে ভারত সেমিফাইনালে পৌঁছেও প্রতিযোগিতা থেকে নাম তুলে নেয়। সেই ঘটনার প্রেক্ষিতে এশিয়া কাপেও পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি উঠেছে।
এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে একইসঙ্গে দুই বড় প্রশ্নের জবাব খুঁজতে হচ্ছে;এক, হার্দিক ও সূর্যকুমারকে কতটা ফিট অবস্থায় এশিয়া কাপে পাওয়া যাবে; দুই, রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা হবে কি না। ফলে এশিয়া কাপ শুরুর এক মাস আগে ভারতীয় ক্রিকেটে অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে উঠেছে।

