বিধ্বস্ত সুদান থেকে বাড়ি ফিরলেন অশোকনগরের সুরজিৎ, স্বস্তিতে পরিবার

অশোকনগর: সুদানের গোলাগুলির কেন্দ্র থেকে জীবন নিয়ে বাড়িতে ফিরলেন যুবক, স্বস্তিতে উৎকণ্ঠায় থাকা পরিবার। ভারত সরকারের সহযোগিতায় যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে ফিরল অশোকনগরের কল্যাণগড়ের বাসিন্দা বছর ২৬ এর যুবক পেশায় বেসরকারি সংস্থার হয়ে কাজ করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুরজিৎ দে। কর্মসূত্রে ভারতীয় একটি কোম্পানির হয়ে চলতি বছরের পয়লা মার্চ সুদান গিয়েছিলেন সুরজিৎ সহ কোম্পানির মোট ছয়জন ইঞ্জিনিয়ার। ১৯ এপ্রিল তাদের ফিরে আসার কথা ছিল। তবে তারই মধ্যে ১৫ এপ্রিল সুদানের আর্মির সঙ্গে আধা সেনা আরএসএফ এর মধ্যে গোলাগুলি বেঁধে যায়। সুদানের রাজধানী খার্তুমে হোটেলে আটকে ছিলেন সুরজিৎ সহ তার সহকর্মীরা। সেখানে বেশ কিছু ভারতীয় একইসঙ্গে আটকে ছিলেন। তাদের হোটেলের ১০০ মিটার দূরে মিসাইল হানায় গুঁড়িয়ে যেতে দেখেছে একের পর এক বিল্ডিং। খাবার শেষ হতে যাওয়া হোটেলে তখন নেই বিদ্যুৎ সংযোগ,ইন্টারনেট পরিষেবা, টেলিফোন সংযোগ, ™রিবারের সঙ্গেও সেভাবে যোগাযোগ করতে পারছিলেন না। যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে ছিল পরিবার। এরই মধ্যে সুরজিৎ সহ ৪৯ জন ভারতীয় চলতি মাসের ২৪ তারিখ প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করে নিজেদের খরচে হোটেল থেকে ৯০০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে এসে পৌঁছন। তারপর ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বিমানে সৌদি আরব হয়ে চলতি মাসের ২৬ তারিখ দিল্লিতে ফেরেন। সম্প্রতি সে বাড়িতে পৌঁছেছেন। আর তাতেই উৎকন্ঠায় থাকা পরিবারে মিলেছে স্বস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 13 =