দিল্লির আমলা নিয়োগে অর্ডিন্যান্স বিতর্কে কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

দিল্লিতে আমলা নিয়োগে কেন্দ্রের অর্ডিন্যান্স নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। দিল্লির আমলাদের বদলি ও পোস্টিং নিয়ে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। সেই অর্ডিন্যান্সের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দিল্লি সরকার । সেই মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালতের নোটিসে বলা হয়েছে, কেন্দ্রের অর্ডিন্যান্সের সাংবিধানিক বৈধতা আছে কিনা তা প্রমাণ করতে হবে। তবে এই অর্ডিন্যান্স বাতিলের আপ-এর তরফে করা হলেও তা বাতিল করেনি সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, এই অর্ডিন্যান্সের বিরোধিতা করতে সমস্ত বিরোধী দলগুলিকে পাশে চাইছে আপ। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-সহ বিজেপি বিরোধী প্রায় সব আঞ্চলিক দল।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই মামলায় কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, আমলা নিয়োগ ও বদলি প্রসঙ্গে কেন্দ্রের অর্ডিন্যান্স আদৌ বৈধ কিনা তা প্রমাণ করতে হবে। কিন্তু দিল্লি সরকারের দাবি ছিল, এই অর্ডিন্যান্স খারিজ করতে হবে। সেই আবেদনে সাড়া দেয়নি শীর্ষ আদালত। বরং দিল্লি সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্ডিন্যান্সের মামলায় পার্টি করতে হবে দিল্লির উপ রাজ্যপালকে।

সুপ্রিম কোর্টের নির্দেশে পদস্থ আমলাদের বদলির অধিকার দেওয়া হয়েছিল দিল্লি সরকারের হাতেই। তার পালটা কেন্দ্র সরকার আবার অর্ডিন্যান্স আনেন। ওই অধ্যাদেশের মাধ্যমে কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে সব ক্ষমতার রাশ নিজেদের হাতেই রাখে কেন্দ্র। তারপরেই অর্ডিন্যান্সের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে দিল্লি সরকার। সোমবার সেই মামলার শুনানি শুরু হয় শীর্ষ আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 11 =