শুক্রবার সকালেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের খসড়া সংবিধানের রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে সাময়িক স্বস্তিতে এআইএফএফ। এদিন সকালে রায় দানের মাধ্যমে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ফেডারেশনের দায়িত্বে থাকবে বর্তমান কমিটিই। আপাতত নির্বাচন হবে না। ফলে ফিফার নির্বাসনের হাত থেকে রেহাই পেল ফেডারেশন। এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, যত শীঘ্রই সম্ভব ফেডারেশনের নতুন সংবিধান কার্যকর করতে হবে। ২০১৭ সাল থেকে ফেডারেশনের সংবিধান নিয়ে চলা এই মামলার অবশেষে নিষ্পত্তি হল।
চূড়ান্ত রায়দানের আগে শীর্ষ আদালত জানিয়েছিল, কল্যাণ চৌবের নেতৃত্বে বর্তমান কমিটি কোনও সিদ্ধান্ত নেবে না। এছাড়াও ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া তদারকি করার জন্য কার্যনির্বাহী কমিটি তিন সদস্যের একটি বিড মূল্যায়ন কমিটি গঠন করা হবে। এই কমিটির দায়িত্বে থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় এল. নাগেশ্বর রাও, এশিয়ান ফুটবল কনফেডারেশনের অডিট ও কমপ্লায়েন্স কমিটির সদস্য শ্রী কেশবরন মুরুগাসু এবং ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। শীঘ্রই কার্যকরী কমিটির বৈঠক ডেকে সংবিধান নিয়ে আলোচনা করা হবে। সংবিধান সংশোধনও করতে হবে সুপ্রিম নির্দেশেই। এবার আইএসএলের টেন্ডারের জন্য যে কোনও সংস্থার সঙ্গে চুক্তি করতে পারবে ফেডারেশন। ফিফার নির্দেশ অনুযায়ী, নতুন সংবিধান অক্টোবরের মধ্যে তৈরি করতে হবে। নাহলে আবার নির্বাসনের কোপে পড়তে হবে।

