নয়াদিল্লি : ১৯৭১-এর ২৫ মার্চের আগে পূর্বপাকিস্তান (অধূনা বাংলাদেশ) থেকে আগত অভিবাসীরা পাবেন ভারতীয় নাগরিকত্ব। ১৯৭১-এর ২৫ মার্চই হবে অসমে বিদেশি শনাক্তকরণের ভিত্তিবর্ষ।
রায়ে বলা হয়েছে, ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১-এর ২৫ মার্চ পৰ্যন্ত আগত অভিবাসীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন। তার পর আগতরা অবৈধ বলে গণ্য হবেন।
ভারতের সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার এই রায় দিয়ে অসম চুক্তিকে স্বীকৃতি দিয়ে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৬এ ধারার সাংবিধানিক বৈধতা বহাল রেখেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন পাঁচজনের ডিভিশন বেঞ্চ।