নয়াদিল্লি : নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে সুপ্রিম কোর্টে পুনরায় শুনানি হবে আগামী ২২ জুলাই। বৃহস্পতিবারের শুনানির পর পরবর্তী শুনানির দিন ২২ জুলাই ধার্য করা হয়েছে।
একইসঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বিশেষ নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্ট এদিন এনটিএ-কে নিজেদের ওয়েবসাইটে নিট-ইউজি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করার নির্দেশ দিয়েছে এবং শিক্ষার্থীদের পরিচয় আড়াল রাখতে হবে।
ফলাফল আলাদাভাবে শহর এবং কেন্দ্রভিত্তিক ঘোষণা করা উচিত বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।