পুরসভা নিয়োগ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

পুরসভার নিয়োগ সংক্রান্ত মামলাতেও সপ্তাহখানেকের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এই মামলায় ইডি-সিবিআইয়ের কাঁধে তদন্তভার তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চবে শুক্রবার ওই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে একটিবারও নোটিস পর্যন্ত না দিয়ে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাঁধে তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হল, এই প্রশ্ন শুক্রবার তোলেন শীর্ষ আদালতের বিচারপতি। সওয়াল জবাব শেষে আপাতত সপ্তাহখানেকের জন্য এই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আদালত।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অয়ন শীলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতেও নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ তোলা হয় কেন্দ্রীয় তদন্ত্কারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের তরফ থেকে। তার ওপর ভিত্তি করেই বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, পুর-দুর্নীতিরও তদন্ত হওয়া উচিত এবং তা করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরই গরু, কয়লা, শিক্ষা দুর্নীতির পর গত ২১ তারিখ পুরসভায় দুর্নীতির তদন্তভারও সিবিআইকে দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এও জানান,প্রয়োজনে নতুন এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই।এরই পাশাপাশি রাজ্য পুলিষের ডিজিপি এবং মুখ্যসচিবের প্রতি তাঁর নির্দেশ ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সবরকম সহযোগিতা করতে হবে। ২৮ এপ্রিল সিবিআইকে তদন্ত সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি। এরপৎই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =