নয়াদিল্লি : শুক্রবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে ইডির আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত । শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ প্রশ্ন করে, ১৮১ দিন পরে কেন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন? পাশাপাশি তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় তাঁদের।
মলয় ঘটককে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁরা দ্বারস্থ হয়েছিল দিল্লি হাইকোর্টে। দিল্লি আদালত তাঁদের আবেদন নাকচ করে দেয়। এরপর উচ্চ আদালতের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। অন্যদিকে, রক্ষাকবচ চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন মলয় ঘটক। দিল্লির পরিবর্তে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা অফিসে তাঁকে ডাকার আবেদন জানিয়েছিলেন।
মলয়ের আবেদনে সাড়া দিয়ে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মন্ত্রীকে কলকাতার অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ২৪ ঘণ্টা আগে নোটিশ পাঠানো যাবে আইনমন্ত্রীকে। দিল্লি হাইকোর্টের এই সব নির্দেশিকার কারণে মন্ত্রী কিছু সুবিধে পাচ্ছেন বলে, এদিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। কিন্তু ১৮১ দিন পরে কেন আদালতের দরবারে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? তা নিয়ে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ইডি তলব করে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। কিন্তু তিনি ইডির আবেদনে সাড়া দেন নি।