কলকাতা: দু’দিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) তাঁকে গ্রেপ্তার করতে পারবে না, বলে জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু দু’দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের অন্য আর একটি আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলা খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত জানিয়ে দিল, তাঁরা সিবিআইয়ের গ্রেপ্তারির বিরুদ্ধে রক্ষাকবচ দিয়েছিল। ইডি সম্পূর্ণ ভিন্ন একটি তদন্ত করছে। এই গ্রেপ্তারির বিরুদ্ধে কোনও রক্ষাকবচ ছিল না। তাই ইডির গ্রেপ্তারি একশো শতাংশ বৈধ। ফলে আপাতত ইডি হেপাজতেই কাটাতে হবে মানিক ভট্টাচার্যকে। এর আগে সিবিআইয়ের গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সেই মামলায় তাঁকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। ফলে তাঁকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। কিন্তু সেই রক্ষাকবচ থাকা সত্ত্বেও অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। রক্ষাকবচ থাকা সত্ত্বেও ইডির গ্রেপ্তারি অবৈধ, এই দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু তাঁর আবেদন এদিন পত্রপাঠ খারিজ হয়ে যায়। ফলে আপাতত জেলেই থাকছেন প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি।