বারাণসী দায়রা আদালতে জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Masque Case) মামলার শুনানির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। অন্যদিকে, বারাণসী আদালত-নিযুক্ত পর্যবেক্ষক দল বৃহস্পতিবার মুখ-বন্ধ খামে জ্ঞানবাপী মসজিদের অন্দরে সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফি সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট দায়রা বিচারক রবিকুমার দিবাকরের কাছে জমা দিয়েছে।
শীর্ষ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে শুক্রবার বিকেল ৩টেয় জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি হবে। তাই শুক্রবার পর্যন্ত বারাণসী আদালতে শুনানি মুলতুবি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, জ্ঞানবাপীর অন্দরে সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন, ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’-র আইনজীবী হুফেজা আহমদি। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত।
জ্ঞানবাপী মসজিদ মামলার হিন্দুপক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন অসুস্থ। তাই শুক্রবার পর্যন্ত সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলার শুনানি স্থগিত রাখার আরজি জানান হরিশঙ্কর জৈনের ছেলে তথা হিন্দুপক্ষের অন্যতম আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন। এ প্রসঙ্গে আঞ্জুমান ইনতেজামিয়া মসজিদের ম্যানেজমেন্ট কমিটির তরফে হুজেফা আহমেদি জানান, ‘অসুস্থতার জন্য শুনানি স্থগিত রাখার আর্জির বিরোধিতা করতে পারি না।’ তবে শুনানি স্থগিত রাখার জন্য শর্ত দেন তিনি।