আইএসএল নিয়ে অনিশ্চয়তার মাঝেই নতুন পরিকল্পনার কথা জানাল ফেডারেশন। আইএসএল যে নির্ধারিত সময়েই শুরু হবে, সেই নিশয়তা না থাকলেও টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএসএলের বদলে সুপার কাপ দিয়ে মরসুম শুরুর হবে বলে জানালেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। বৃহস্পতিবার দুপুরে নয়াদিল্লিতে এআইএফএফ বৈঠকে বসেছিল আইএসএলে অংশগ্রহণকারী ১৩ ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে। সেই বৈঠকে মোহনবাগান ও ওড়িশা এফসি প্রতিনিধিরা ভার্চুয়ালি হাজির ছিলেন।
এফএসডিএলের সঙ্গে ফেডারেশন চুক্তি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে সুপার কাপ দিয়েই ফুটবল মরশুম শুরু করার ভাবনা ফেডারেশনের। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের উইন্ডোতে সুপার কাপের ভাবনা। ফলে, সেপ্টেম্বরে হচ্ছে না আইএসএল। আগামী বছরের আগে আইএসএল শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই। সামনেই রয়েছে ফেডারেশনের নির্বাচন। সুপার কাপ দিয়ে মরশুম শুরুর প্রস্তাবে ক্লাবগুলি বিশেষ সায় দিচ্ছে না। আইএসএল হওয়ার আশ্বাস না পেলে সুপার কাপ খেলতে রাজি নয় ক্লাবগুলি।
আইএসএল নিয়ে অনিশ্চয়তার মাঝেই পড়েছে অনেক ক্লাব তাদের ফুটবল সম্পর্কিত কাজকর্ম সব বন্ধ করে দিয়েছে। প্রস্তুতি থামিয়ে ক্লাবগুলি তাদের ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফদের বেতন বন্ধ করে দিয়েছে। কল্যাণ চৌবে বলেন, ক্ষ্মআইএসএল হবেই। আইএসএলের আগে সম্ভবত হতে পারে সুপার কাপ। সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে আইএসএল শুরু করার ভাবনা রয়েছে। পরবর্তী বৈঠকে সুপার কাপের দিনক্ষণ জানা যাবে।ক্ষ্ম

