ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড সানরাইজার্স হায়দরাবাদের। পঞ্জাব কিংসকে উড়িয়ে দিল ৮ উইকেটে। আইপিএলের নতুন মরসুমের প্রথম ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং করেছিল সানরাইজার্স। ঠিক যেমনটা আগের মরসুমে হয়েছিল। কিন্তু একটা জয়ের পরই খেই হারায় সানরাইজার্স। পরপর হারের পর তাদের কাছে একটাই অপশন ছিল, রিস্টার্ট। সেটাই করল পঞ্জাব কিংসের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। বোর্ডে ২৪৬ রানের টার্গেট! ৯ বল বাকি থাকতেই জয় সানরাইজার্সের।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে পঞ্জাব কিংসের। ২৬২ রান তাড়া করে জিতেছিল তারা। সেই পঞ্জাব কিংসের বিরুদ্ধেই তৈরি হল দ্বিতীয় সর্বাধিক স্কোর তাড়া করে জেতার রেকর্ড। হায়দরাবাদে এ বার মন্থর পিচও দেখা গিয়েছে। এ দিন অবশ্য নিজেদের শক্তি অনুযায়ী ব্যাটিং সহায়ক পিচ। টস জিতে ব্যাটিং নিতে দ্বিধা করেননি পঞ্জাব কিংস ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তাঁর সিদ্ধান্ত সঠিকও ছিল। ক্যাপ্টেন নিজেও দুর্দান্ত ইনিংস খেলেছেন। কিন্তু ট্রাভিষেক জুটির কাছে সব চেষ্টাই ব্যর্থ।
রান তাড়ায় ওপেনিং জুটিতে ১৭১ রান। পঞ্জাব কিংসেরও ভুল রয়েছে। ৪ ও ৫৬ রানে অভিষেকের ক্যাচ মিস হয়। যশ ঠাকুর নো বল করেন, যাতে ক্যাচ হয়েছিল। জীবন পেয়ে খোটাকে জীবন্ত করে তোলেন অভিষেক শর্মা। ট্রাভিস হেড তাঁর সঙ্গে একই গতিতে রান তোলার চেষ্টা করেন। ৩৭ বলে ৬৬ রানে ফেরেন হেড।
রান তাড়ায় তাতে অবশ্য কোনও সমস্যাই হয়নি। অভিষেকের তাণ্ডব অব্যহত ছিল। ১৭তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে সানরাইজার্সের দ্বিতীয় উইকেট হিসেবে আউট। জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন অভিষেক। হেনরিখ ক্লাসেন এবং ঈশান কিষান কেকের উপর চেরিটা শুধু বসিয়ে দেন।