পদ্ম পুরস্কার পেলেন সুন্দর পিচাই

ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণ পেলেন গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই। ব্যবসা এবং শিল্প বিভাগে পিচাইয়ের অবদানের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করল ভারত সরকার। শুক্রবার সান ফ্রান্সিসকোয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুন্দরকে এই সম্মান তুলে দেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু। তিনি বলেন,‘সুন্দরের যাত্রা অনুপ্রেরণামূলক। উদ্ভাবনী শক্তিতে বিশ্বব্যাপী ভারতীয় প্রতিভার এক উজ্জ্বল প্রকাশ তিনি।’

ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘এই সম্মাননার জন্য আমি ভারত সরকার এবং প্রতিটি ভারতবাসীর কাছে কৃতজ্ঞ। যে দেশ আমাকে তৈরি করেছে, সেই দেশের কাছে এমন সম্মান পাওয়া বিরাট ব্যাপার। আমার হাতে এই সম্মান দেওয়ার জন্য ভারতীয় দূত মিস্টার সান্ধু এবং কনসাল জেনারেল প্রসাদকে ধন্যবাদ জানাচ্ছি।’

গুগল সিইও-র হাতে পুরস্কার তুলে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় কূটনীতিবিদ তরণজিৎ সিং সান্ধু টুইটারে লিখেছেন, ‘গুগল ও অ্যালফাবেট সিইও সুন্দর পিচাইয়ের হাতে পদ্মভূষণ পুরস্কার তুলে দিতে পেরে অভিভূত। মাদুরাই থেকে পাহাড় পর্যন্ত অর্থনীতি ও প্রযুক্তিতে সুন্দরের যাত্রা অনুপ্রেরণাদায়ক। তিনি বিশ্বব্যাপী উদ্ভাবনে ভারতীয় প্রতিভার অবদানকে সুনিশ্চিত করেছেন।’ গুগল সিইও সুন্দর পিচাইও ভারত সরকারের তরফে এই সম্মান পেয়ে অভিভূত। তিনি নিজের ব্লগে লিখেছেন, ‘ভারত আমার জীবনের একটা অংশ। যেখানেই যাই এই দেশ আমার বুকের ভিতর থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 5 =