যোগা প্রতিযোগিতায় বিশ্বসেরা আরামবাগের সূর্য, সংবর্ধনা সাংসদের

মহেশ্বর চক্রবর্তী

হুগলি জেলার আরামবাগের পবিত্র মাটি থেকে ২০১২ সাল থেকে সূর্য মুখার্জির লড়াই শুরু হয়েছিল। অবশেষে সাফল্য এল ওয়ার্ল্ড যোগা কাপ (World yoga Cup) ২০২২ প্রতিযোগিতায়। সে ১৭ থেকে ২০ যোগা বিভাগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। সূর্য মুখার্জি দেশের মুখ উজ্জ্বল করে। এদিন এই খবর পেয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার তাকে সংবর্ধনা দেন। পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী। জানা গিয়েছে, উত্তর প্রদেশের গাজিয়াবাদে গত ২৬ ও ২৭ জুন অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড যোগা কাপ ২০২২ প্রতিযোগিতা। এটির ব্যবস্থাপনায় ছিল ইউনিভার্সাল যোগা স্পোটর্স ফেডারেশন যা ভারতের যোগ ব্যায়াম চর্চার একটি সর্বোচ্চ সংগঠন। এর আগে ২০১৭ সালে জাতীয় স্তরের প্রতিযোগিতায় তৃতীয় হয় এবং ২০১৮ সালে চতুর্থ স্থান দখল করে। পাশাপাশি ২০২১ সালে রাজ্য স্তরের যোগা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিল। এই বছর গাজিয়াবাদে বিশ্বস্তরের এই যোগা প্রতিযোগিতায় ১৬ টি দেশ অংশ নেয়। ভারতের হয়ে বিভিন্ন বিভাগে ২২ জন অংশ নেয়। তার মধ্যে বিভিন্ন বিভাগে ভারতেরই ১০ জন চ্যাম্পিয়ন হয়। সূর্য মুখার্জি ১৭ থেকে ২০ যোগা বিভাগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়। তার যোগার নাম ছিল নাদারাজাসানা (ডান্স পোজ) তথা দন্ডায়মান পূর্ণ ধনুর আসন। এই বিভাগ থেকেই সোনার পদ ছিনিয়ে আনে সে। ২০২৩ সালে ভারত সরকারের হয়ে ইন্দোনেশিয়া যোগা প্রতিযোগিতায় অংশ নেবে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার জানান, সূর্য মুখার্জি আরামবাগের গর্ব। দিদি হিসেবে আমি ওর পাশে আছি। অপরদিকে সূর্যর বাবা হারাধন মুখার্জি বলেন, গাজিয়াবাদে ওয়ার্ল্ড যোগা কাপ প্রতিযোগিতায় ১৭ থেকে ২০ বিভাগে প্রথম হয়েছে। আমাদের খুব ভালো লাগছে। পাশাপাশি সূর্য জানায়, ভারতের হয়ে যোগা প্রতিযোগিতায় অংশ নিই। আগামী দিনে বিদেশে আয়োজিত যোগা প্রতিযোগিতায় অংশ নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 15 =