অনুব্রত মণ্ডলের মেয়েকে দিল্লির সদর দপ্তরে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গোরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুকন্যা মণ্ডলকে (Sukanya Mandal) ২৭ অক্টোবর হাজিরা দিতে হলা হয়েছে। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর গোরু পাচার মামলায় যত তদন্ত এগিয়েছে ততই জড়িয়ে পড়েছেন সুকন্যা। তাঁর নামে-বেনামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সায়গল হোসেনকে হেপাজতে পেতে দিল্লির রাউস অ্যাভিনিউ পিএমএলএ আদালতে আবেদন জানিয়েছে ইডি। সেই আবেদনের ভিত্তিতে সোমবারই শুনানি হবে আদালতে। এরইমধ্যে আবার সুকন্যাকে দিল্লিতে ইডির ডেকে পাঠানো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। জেলা হেপাজতে রয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি। তাঁর পাশাপাশি সুকন্যার সম্পত্তিও তদন্তকারীদের আতস কাঁচের তলায়। তাঁর নামে রয়েছে রাইস মিল-সহ কোটি টাকার সম্পত্তি ও ব্যাংক ব্যালেন্স। প্রাথমিক শিক্ষিকা হয়ে এত টাকার মালিক হলেন কীভাবে? এই প্রশ্নই ঘুরছে তদন্তকারীদের মাথায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
আগামী সোমবারের মধ্যে এ সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে সিবিআইয়ের তরফে। যে সংস্থা সিবিআইয়ের নজরে, সূত্রের খবর, সেই সংস্থার ডিরেক্টর হিসাবে নাম রয়েছে বিদ্যুৎবরণ গায়েনেরও। তিনিও নজরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।