সুমিত আন্তিলের বর্শায় ফের বিঁধল সোনা

সপ্তাহের প্রথম দিন প্যারিস থেকে একের পর এক পদক দেশকে দিয়েই চলেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। ভারতের সোনার ছেলে সুমিত আন্তিলকে অত্যন্ত উজ্জ্বল দেখাল প্যারিস প্যারালিম্পিকে। সোনিপতের ছেলের বর্শায় ফের বিঁধল সোনা। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া সোনা জিতেছিলেন। কিন্তু প্যারিসে সোনা ধরে রাখতে পারেননি। প্যারিস গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোতে রুপো পেয়েছেন নীরজ। তাঁর থেকে সকলের সোনার প্রত্যাশা ছিল। পানিপতের ছেলে অল্পের জন্য আটকে যান পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে। নীরজের মতো প্যারিসে সুমিত আন্তিলের থেকে সোনার স্বপ্ন দেখছিল দেশবাসী। টোকিও প্যারালিম্পিকের সাফল্য প্যারিসেও ধরে রাখতে পারলেন সুমিত। টোকিও প্যারালিম্পিকে ৬৮.৫৫ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন সুমিত। এবং গড়েছিলেন প্যারালিম্পিক রেকর্ড। এ বার নিজের করা প্যারালিম্পিক রেকর্ড প্যারিসে ভেঙেছেন ভারতীয় তারকা। প্যারিস প্যারালিম্পিকে ৭০.৫৯ মিটার থ্রো করে সোনা জিতেছেন সুমিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =