ভারতের অনুর্ধ্ব -২০ মহিলা ফুটবল দল দুটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার উদ্দেশ্যে কাজাখস্তান রওনা দেবে। সেখানে শেইমকেন্টে কাজাখস্তানের অনুর্ধ্ব -১৯ দলের মুখোমুখি হবে। দুটি খেলা রয়েছে ২৫ ও ২৮ অক্টোবর।
এএফসি অনুর্ধ্ব ২০ মহিলা এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এই দুটি ম্যাচ খেলবে ভারত। পরের বছর এপ্রিলে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। ইয়ং টাইগ্রেসরা বেঙ্গালুরুর পাডুকোন-দ্রাবিড় সেন্টার ফর স্পোর্টস এক্সেলেন্সে জাতীয় শিবির করছে। আগামী ২৩ অক্টোবর কাজখস্তানের উদ্দেশ্যে রওনা হবে দল। দল যাওয়ার আগে হেড কোচ জোয়াকিম অ্যালেকজান্ডারসন ২৩ সদস্যের দল ঘোষণা করবে। দীর্ঘ ২০ বছর পর ভারতের অনুর্ধ্ব ২০ দল এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে।

