আগের থেকে অনেকটাই সুস্থ খগেন, হাসপাতালে দেখতে গেলেন সুকান্ত

শিলিগুড়ি : উত্তরবঙ্গে ত্রাণ বিলির সময় চলতি মাসের শুরুর দিকে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। অসুস্থ খগেন মুর্মু এখনও শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। খগেন মুর্মুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

বন্যা বিধ্বস্ত জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলে ত্রাণ বিলির সময় গত ৬ অক্টোবর আক্রান্ত হন খগেন মুর্মু। দুষ্কৃতী হামলায় গুরুতর আঘাত পান তিনি। রক্তাক্ত হন খগেন, ওই দিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও আক্রান্ত হন। বুধবার খগেনকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে যান সুকান্ত, তাঁর সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

সুকান্ত এদিন বলেন, “আজ আমি খগেন মুর্মুর সঙ্গে দেখা করেছি। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, যে অংশে তিনি আঘাত পেয়েছিলেন তা খুবই সংবেদনশীল এবং প্রতিবার চিবানোর অথবা কথা বলার কারণে এটি নড়ে।

ফলস্বরূপ, সুস্থ হতে কিছুটা সময় লাগছে। আমার মনে হয় কয়েক দিনের মধ্যেই তাঁকে এই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং তার পরে, আমি তাঁকে এইমস নয়াদিল্লিতে একটি চেকআপ করার পরামর্শ দিয়েছি যাতে অন্য কিছু পর্যবেক্ষণ সঠিকভাবে সামনে আসে এবং তাঁর সঠিকভাবে চিকিৎসা করা যায়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + eight =