হাওড়া : হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সুজয় চক্রবর্তী। রবিবার সকালে তিনি নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে। দীর্ঘ প্রায় চার বছর ধরে দায়িত্বে থাকার পর এই পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
সুজয়বাবু এদিন জানিয়েছেন, “সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এর সঙ্গে রাজনীতি বা দলের কোনও সম্পর্ক নেই।” তবে তাঁর এই পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি। দপ্তর কিংবা দল কী সিদ্ধান্ত নেয়, তা আনুষ্ঠানিকভাবে পরবর্তী সময়ে জানা যাবে বলে পুর দফতর সূত্রে খবর।
২০২১ সালের ১৮ আগস্ট থেকে হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সুজয় চক্রবর্তী। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নগর সংস্থা তখন থেকে নির্বাচনহীন অবস্থায় প্রশাসকমণ্ডলীর অধীনে পরিচালিত হয়ে আসছে। চেয়ারম্যান সুজয়বাবু ছাড়াও ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরীসহ মোট ১০ জন সদস্য নিয়ে ওই মণ্ডলী গঠিত হয়েছিল। সম্প্রতি দলের নির্দেশে সৈকত চৌধুরীও নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে প্রশাসকমণ্ডলীর দুই শীর্ষপদই আপাতত শূন্য হয়ে গেল।
দীর্ঘ মেয়াদে দায়িত্বে থেকে সুজয় চক্রবর্তীর নেতৃত্বে পুরসভার বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন, জলনিকাশি, রাস্তা মেরামত ও আলোকায়ন প্রকল্পে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ঘটেছে বলে কর্পোরেশন সূত্রে জানা গেছে। তবে প্রশাসনিক কাজের পাশাপাশি দলীয় স্তরে নানা মতবিরোধ এবং অভ্যন্তরীণ টানাপোড়েনের কথাও দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল। সেই প্রেক্ষিতেই তাঁর পদত্যাগকে অনেকে রাজনৈতিক ইঙ্গিতবাহী বলেই মনে করছেন।
অন্যদিকে, শাসকদলের একাংশ মনে করছে, আসন্ন পুরসভা নির্বাচনের আগে হাওড়ায় সংগঠন পুনর্গঠন ও প্রশাসনিক রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছে বলেই এই পদত্যাগের ঘটনা ঘটেছে। যদিও দলীয় নেতৃত্ব এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।
প্রায় চার বছরের বেশি সময় ধরে পুর প্রশাসনের দায়িত্ব সামলানো সুজয় চক্রবর্তীর এই পদত্যাগে হাওড়া পুরসভায় নতুন প্রশাসনিক সমীকরণ গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

