নিজস্ব প্রতিবেদন, বিষ্ণুপুর: ‘রাবণও মা দুর্গার পুজো করতেন, সুজিতবাবুও মা দুর্গার পূজা করেন। চুরির টাকায় মা দুর্গার পুজো করে আশীর্বাদ পাবেন, না অভিশাপ, তা কয়েক ঘণ্টার মধ্যে আমরা দেখতে পাব।’ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বিষ্ণুপুরের গড়দরজা সংলগ্ন স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে একথা বলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
শুক্রবার তাঁর কর্মী সমর্থকদের নিয়ে, মাল্যদান পর্ব শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ‘রাবণও মা দুর্গার পুজো করতেন। সুজিতবাবুও মা দুর্গা পূজা করেন। সুজিতবাবু মা দুর্গার আশীর্বাদ পাবেন না অভিশাপ পাবেন তা কয়েক ঘণ্টার মধ্যে আমরা দেখতে পাব। চুরি করে মায়ের পুজোতে মা সন্তুষ্ট হয়েছেন, না অসন্তুষ্ট হয়েছেন, কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাব। তবে আমার মনে হয় চুরি করে মা দুর্গার পূজা করার জন্য তিনি হয়তো অভিশাপই পাবেন।’
তিনি আরও বলেন, ‘সুজিতবাবুর এই দশ বছরের সম্পত্তির সঙ্গে ২০১১ সালের আগে সম্পত্তিটা দেখা উচিত, আমরা দু’বার সাংসদ হয়েও কোটি টাকা ওভার করতে পারিনি, সেখানে সুজিতবাবুর আত্মীয়স্বজনের ব্যাংকে কী ভাবে কোটি কোটি টাকা আছে, সেটা ওনাদের দেখা উচিত। নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের মতো সাড়ে তিন কোটি টাকা বাৎসরিক টিচারই করে ইনকাম করেছেন সেটা দেখতে হবে, যেমন কর্ম তেমন ফল স্বামীজি বলেছেন।’