প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতির মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করল ইডি। মঙ্গলবার সকাল থেকে কলকাতায় ইডি-র দপ্তরে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল। তবে তাঁর উত্তরে গোয়েন্দা আধিকারিকরা সন্তুষ্ট হননি বলেই সূত্রের খবর। সকাল ১১ টা থেকে ৪ থেকে ৫ দফায় জিজ্ঞাসাবাদ করা হয় কালীঘাটের কাকু বলে পরিচিত সুজয়কৃষ্ণকে। এরপর রাত ১১ টার কিছু আগে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে তাঁর বাড়িতে ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ইডি, উদ্ধার হয় নথিপত্র। বাজেয়াপ্ত করা হয় মোবাইল। তারপর সেই সূত্র ধরেই গত সপ্তাহে সুজয় কৃষ্ণ ভদ্রের কোম্পানির ডিরেক্টর ও হিসাব রক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই বয়ানের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয় সুজয়কৃষ্ণকে।