প্রচারে দোকানে চা তৈরি, বিধায়ক, কর্মীদের খাওয়ালেন সুজাতা মণ্ডল

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: কোতুলপুর ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কোথাও মিছিল কোথাও পথসভা কোথাও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, কথা বললে এলাকার মানুষের সঙ্গে। বৃহস্পতিবার রাতে প্রচারের শেষ পর্বে কোতুলপুর নেতাজি মোড় সংলগ্ন এলাকায় হঠাৎ করে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে সুজাতা মণ্ডল। দোকানদারকে পাশে রেখে নিজের হাতে তৈরি করেন চা, এরপর সেই চা খাওয়ান কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার, ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামি সহ সমস্ত কর্মী সমর্থকদের। চা বানাতে বানাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে কটাক্ষ করেন সুজাতা মণ্ডল। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ করে বলেন, ‘দেখুন কেউ তো চা বানাতে বানাতে দেশটাও বেঁচে ফেলেছেন। কিন্তু আমরা মানুষের মন জয় করছি।’
সব মিলিয়ে লোকসভা ভোটের দিনক্ষণ যতই কাছে আসছে, ততই যেন প্রচারে ঝাঁজ বাড়ছে রাজনৈতিক দলগুলির, বাড়ছে রাজনৈতিক কটু কথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 1 =