ছাত্রী পারমিতার কাছে পরাজিত সুজাতা, জয় ইস্টবেঙ্গলের

শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে আইডব্লুএলের ম্যাচে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলের ব্যবধানে হারাল নীতা ফুটবল অ্যাকাডেমি। একদিকে ছিলেন নীতা ফুটবল অ্যাকাডেমির কোচ পারমিতা সিট, অন্যদিকে শ্রীভূমির কোচ সুজাতা কর। পারমিতা সিট সুজাতা করের ছাত্রী, এক সময় খেলেছেন তার কোচিংয়ে। জাতীয় দল সহ বাংলা দলে সুজাতা কর ছিলেন পারমিতার সিনিয়র। সুতরাং, বলাই যায় ছাত্রীর কাছে পরাজিত শিক্ষিকা।

ম্যাচ জয়ের অনুভূতি ও শিক্ষিকা সুজাতা করকে হারিয়ে পারমিতা বলেন, “খুবই ভালো অনুভূতি, আমি সুজাতা ম্যামের অধীনে খেলেছি। জাতীয় দলে আমার সিনিয়র ছিলেন, একসঙ্গে খেলেছি বাংলা দলেও। শ্রীভূমির জন্য সম্মান থাকবে, অনেক ভালো দল। খুব ভালো খেলছে ওরা। তবে আজ দিনটা আমাদের ছিল। মেয়েরা অনেক ভালো খেলেছে।”

তিন মাসের বিরতির পর আবারও আইডব্লুএল খেলে শুরু হবে। ততদিনে আরও কঠিন হবে এই লিগ এমনটাই মনে করছেন নীতার কোচ পারমিতা। তার কথায়, “দ্বিতীয় রাউন্ড সব দলের জন্যই কঠিন হবে। সবাই ভালো প্রস্তুতি নিয়ে আসবে, ফিট হয়ে নামবে।” অন্যদিকে ছাত্রীর জয় দেখে খুশি কোচ সুজাতা করও।

ম্যাচে জোড়া গোল করেন নীতা ফুটবল অ্যাকাডেমির পেয়ারি জাজা। শ্রীভূমির করিশ্মা শিরভোইকারের আত্মঘাতী গোল বিপদে ফেলে দলকে। শ্রীভূমির হয়ে দুই গোল করেন অঞ্জু তামাং এবং করিশ্মা শিরভোইকার।

অন্যদিকে কল্যাণীতে দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও গোকুলাম কেরালা। ৩-০ গোলের ব্যবধানে গোকুলামকে হারিয়ে জয় পেল ইস্টবেঙ্গল। গোল করেছেন ফাজিলা ইকুয়াপুত, সুলঞ্জনা রাউল এবং রেস্টি নানজিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =