প্রেমিকের হুমকির জেরে আত্মহত্যা হরিদেবপুরে

প্রেমের সম্পর্কের অন্তিম পরিণতি হল আত্মহত্যার ঘটনায়। হরিদেবপুর এলাকায় ব্যানার্জি পাড়ায় এক মহিলার সঙ্গে গড়ে উঠেছিল এক মহিলার প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠে হুমকি দেওয়ার মতো অপরাধপ্রবণ এক মানসিকতা। আর তার চাপ সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রেমিক সুবীর বিশ্বাস৷

উল্লেখ্য, সোমবার রাতে হরিদেবপুর থানা এলাকার ব্যানার্জি পাড়া থেকে ১০০ ডায়ালে একটি ফোন আসে৷ সেখানে বলা হয়, এক মহিলা কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মহিলাকে দগ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। হাসপাতালে ভর্তি করার পর, চিকিৎসকের উপস্থিতিতে বয়ান রেকর্ড করে পুলিশ। তখনই সামনে আসে বাস্তব ছবিটা।

বয়ানে ওই মহিলা জানান, মহিলার স্বামী আগেই মারা গিয়েছেন৷ তার পরেই সুবীর বিশ্বাসের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক তৈরি হয়৷ কিন্তু এই সুবীরই হঠাৎ করে মহিলাকে হুমকি দিতে শুরু করেন। জানান, সুবীর ও তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও তিনি ফেসবুকে ভাইরাল করে দেবেন। এই হুমকির চাপে সহ্য করতে না পের এদিন কেরোসিন নিয়ে সুবীরের বাড়ির সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি৷ প্রাথমিক ভাবে বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু পরে তাঁর মৃত্যু হয়৷ পুলিশ মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নম্বর ধারা অর্থাৎ আত্মহত্যার প্ররোচনা দেওয়ার ধারায় মামলা রুজু হয় সুবীর বিশ্বাসের বিরুদ্ধে। এদিকে এই ঘটনার পর থেকে পলাতক সুবীর ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fourteen =