ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়, আরপিএফ কর্মীদের তৎপরতায় বাঁচল প্রাণ

ফের আত্মত্যার চেষ্টা মেট্রোয়। কলকাতা মেট্রো সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ বেলগাছিয়া স্টেশনের দমদম-প্রান্তে প্রায় বছর ৭৩-এর এক বৃদ্ধ আচমকা ডাউন ট্র্যাকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই সময় একটি ডাউন ট্রেন বেলগাছিয়া স্টেশনের দিকে আসছিল। তবে এই ঘটনা নজরে আসে কর্তব্যরত আরপিএফ কর্মী ও অপারেটিং কর্মীদের। ঝাঁপ দেওয়ার আগেই তাঁরা তাঁকে আটকান এবং আত্মহত্যার চেষ্টা ব্যর্থ করেন। এরপরই কর্তব্যরত আরপিএফ এবং অন্য স্টেশন কর্মীরা তাঁকে স্টেশন ম্যানেজারের অফিসে নিয়ে যান। জেরায় বেলগাছিয়ার ওই বাসিন্দা স্বীকার করেন, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মহত্যা করতে যাচ্ছিল। এরপরই তাঁর পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে ঘটনার কথা জানানো হয়। এদিকে স্টেশনের কর্মীরাও ৭টা ৪৬ মিনিটে উল্টোডাঙা থানায় খবর দেন। এরপর সকাল ৮টা ৪০ মিনিটে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে এই ঘটনায় বেলগাছিয়া মেট্রো স্টেশনের কর্তব্যরত মেট্রো কর্মীদের তৎপরতা ও সতর্কতায় মেট্রো পরিষেবা বিঘ্নিত না হওয়া এবং একটি মূল্যবান জীবন রক্ষা করা সম্ভব হওয়ায় মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি সন্তোষ প্রকাশ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =