প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় আত্মঘাতী প্রেমিক

এক বছর ধরে প্রেমের সম্পর্ক। কিন্তু বাড়ির লোকেরা যে প্রেমিকার বিয়ে অন্যত্র গোপনে ঠিক করেছে তা জানতে পারেনি প্রেমিক। অবশেষে প্রেমিকার অন্যত্র বিয়ের খবর জানতে পেরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল প্রেমিক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মালতিপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে শোবার ঘর থেকেই ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করে তদন্তকারী পুলিশকর্তারা। এদিকে মৃত যুবকের পরিবার ওই যুবতীর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার লিখিত অভিযোগ দায়ের করেছে চাঁচল থানায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম রাজা দাস (১৮)। তার বাড়ি চাঁচলের মালতিপুরের কাশিপাড়া এলাকায়। স্থানীয় এলাকার একটি মেয়ের সঙ্গে দীর্ঘ এক বছর ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতে গড়ে ওঠে প্রেম। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই প্রেমের সম্পর্কে ধরে ফাটল। যুবক-যুবতীর প্রেমের সম্পর্ক জানতে পারে পরিবার। তারপর গোপনে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছিলেন মেয়ের বাবা-মা। সেই খবর জানতে পেরে ভেঙে পড়েন প্রেমিক। বাড়ির পাশের আম বাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় প্রেমিক। ভিন রাজ্যে শ্রমিকের কাজ করত ওই যুবক। কদিন আগে বাড়ি ফিরেছিলেন। বাড়ি ফিরেই মেয়েটিকে বিয়েও করতে চেয়েছিলেন। ছেলে পক্ষের তরফে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। তাদের বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে আলোচনাও হয়।কিন্ত মেয়ের বাবা বিয়েতে রাজি ছিলেন না। তিনি মেয়ের বিয়ের জন্য অন্যত্র পাত্র খুঁজছিলেন বলে মৃতের পরিবারের দাবি। কিন্তু এই ঘটনায় ছেলেটি ভেঙে পড়ে। অবসাদ গ্রস্থ হয়ে আত্মঘাতী হন ওই যুবক বলে পরিবার দাবি। মৃতের দিদি অর্চনা দাস জানিয়েছেন, ভাই বিয়ের জন্য একবার ব্লেড দিয়ে হাত কেটেছিল। সে সময় মেয়েটি হাতকাটার জন্য সেবা সুশ্রুষা করে। বিয়েতে মেয়ের মত রয়েছে। কিন্তু তার পরিবার বাধা দিচ্ছে। মঙ্গলবার রাতে ভাই জানতে পারে মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হচ্ছে । তারপর সে আত্মহত্যা করে। আমরা এ নিয়ে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − six =