নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে বিষ্ণুপুরে মিছিল হওয়ার কথা ছিল মহাগুরু মিঠুন চক্রবর্তীর। মিঠুনকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। হঠাৎ করেই খবর আসে মিঠুন চক্রবর্তী মিছিলে উপস্থিত থাকতে পারছেন না। এরপরেই ঘটনাস্থলে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। মিছিলে যোগদান করা মিঠুন ভক্তদের এবং বিজেপি কর্মীদের কাছে কখনও হাতজোড় করে, কখনও মাইকিং করে, কখনও টোটো চেপে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নেন সৌমিত্র খাঁ।
সৌমিত্র খাঁ জনগণের উদ্দেশে জানান, প্রাকৃতিক দুর্যোগ এবং হেলিকপ্টার খারাপ হয়ে যাওয়ার কারণে মিঠুন চক্রবর্তী আসতে পারছেন না, যদি মিঠুন চক্রবর্তী আসে সকলকেই জানানো হবে। এরপরেই মনের কোণে কষ্ট নিয়ে এলাকা ছাড়েন মিঠুন ভক্ত বিজেপি কর্মীরা। তবে আসরে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি কত বড় ধাপ্পাবাজ সে প্রমাণ বিষ্ণুপুরের মানুষকে দিল। মিঠুনের নাম করে লোক এনে এখন নাটক করে ক্ষমা চাইছে।