‘সুদর্শন চক্র’-র সফল পরীক্ষা ওড়িশায়! আরও মজবুত হচ্ছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

নয়াদিল্লি : ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র এবং মজবুত করতে দেশীয় প্রযুক্তির ‘সুদর্শন চক্র’-র সফল পরীক্ষা হয়ে গেল ওড়িশায়।

বৃহস্পতিবার ওড়িশা উপকূলে পরীক্ষা চালানো হয় ‘ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন্স সিস্টেম’ (আইএডিডব্লিউএস)-এর। রবিবার এ কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশসীমাকে আরও নিরাপদ এবং মজবুত করবে বলে আশাপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। নয়া এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-কে ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + fourteen =