নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আকাশে বৃষ্টির দেখা নেই, সার্বমারসিবল চালিয়ে চলছে চাষ, আর্থিক খরচের পরিমাণ মাথায় চাপছে কৃষকদের। আর তাতেই মাথায় চিন্তার রেখা কৃষকদের।
আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল, তবে এখনও সে অর্থে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে চাষের জমি ভিজছে বটে, কিন্তু সেই বৃষ্টি চাষের উপযোগী নয়। শুরু থেকেই বর্ষার খামখেয়ালিপনা চলছে। বৃষ্টি না হওয়ার কারণে চরম সমস্যায় কৃষকরা। আর সেই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস সোনামুখী পাত্রসায়ের জয়পুর কোতুলপুর সহ বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও আবার মিনি বা ডিপ টিউবওয়েল পাম্প চালিয়ে জমিতে জল দিতে দেখা যাচ্ছে কৃষকদের। তাঁদের দাবি, এজন্য আর্থিক খরচের পরিমাণ বাড়ছে কৃষকদের। এই পরিস্থিতিতে চাষ করে কটা টাকা ঘরে ঢুকবে কৃষকদের তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাঁদের।