নম্বরে গরমিল করার চাকরি পাওযার অভিযোগে এবার নাম জড়াল সুবীরেশ ভট্টাচার্যের ভাগ্নেরও। সূত্রে খবর, বুধবারে নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। কারণ, সিবিআই আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, কীভাবে চাকরি পেয়েছেন তা জানতেই এদিন তলব করা হয়েছে সুবীরেশের ভাগ্নেকে। সিবিআই আধিকারিকদের অভিযোগ, সুবীরেশ ভট্টাচার্য প্রভাব খাটিয়ে নম্বর বাড়িতে চাকরি পাইয়ে দিয়েছেন পরিবারের সদস্যদের। সেই তথ্যও তাঁদের হাতে এসেছে আগেই। এই সূত্রেই চাকরি পেয়েছেন তাঁর ভাগ্নেও। এদিকে সুবীরেশ এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন। ফলে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে মনে করছেন অনেকেই।
এদিকে সিবিআই সূত্রে খবর, ওএমআর শিটে-র প্রাপ্ত নম্বর, যেটা সার্ভারে আপলোড করা হয়েছিল, সেখানেই গরমিল করা হত। এখানেই সিবিআই-এর দাবি, এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন সুবীরেশ। সার্ভারে যিনি প্রোগামিং অফিসার ছিলেন, তাঁকে দিয়ে নম্বর বদলে সমস্ত অযোগ্য প্রার্থীদের সুযোগ পাইয়ে দেওয়া হত। টাকার বিনিময়ে সার্ভারে গিয়ে নম্বর বাড়ানো হচ্ছিল। ওএমআর শিটে যে নম্বর ছিল, তার থেকে সার্ভারের নম্বর আরও অনেক বেশি ছিল তা নজর এড়ায়নি সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের। সিবিআই তদন্তকারীদের দাবি, এইভাবেই ঠিক একই কায়দায় নম্বর বাড়িয়ে চাকরিতে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছিল ভাগ্নেকেও। বিষয়টি তাঁর কাছ থেকে ভালভাবে জানতে চান তদন্তকারীরা। এদিকে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের অধীনে যে ৪ কর্মী কাজ করতেন তাদের কাছ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিবিআই এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে।