ওয়ান-ডে তে রেকর্ড শুভমনের

ওয়ান ডে-তে ব্যাট হাতে শুভমন গিলের  শাসন অব্যাহত। শুধু বদলাচ্ছে ম্যাচের ভেনু।  কখনও তিরুঅনন্তপুরম, তো কখনও হায়দরাবাদ। বিপক্ষে কখনও শ্রীলঙ্কা আবার কখনও  বা নিউজিল্যান্ড। তার রেশ ধরা পড়ল বুধবার হায়দরাবাদেও। এদিন কেরিয়ারের ১৯তম ওয়ান ডে ম্যাচে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বোলারদের শাসন করতে দেখা যায় তাঁকে।  আর এরপরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে এক ঝকঝকে সেঞ্চুরি বেরিয়ে আসে  শুভমনের ব্যাট থেকে। ৮৭ বলে তিন অঙ্কে পৌঁছে যান শুভমন।

এরপর ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস। ১৯টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারি। হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে শুভমন গিল রীতিমতো তাণ্ডব চালালেন কিউই বোলারদের ওপর। প্রথমে শতরান, এরপর শতরান বদলে গেল অর্ধশতরানে। রান যত এগিয়েছে ততই গিলের ব্যাটে ভেঙেছে অতীতের রেকর্ড। দলীয় ৪৮ ওভারে ১৮২ রান ছিল শুভমনের। ৪৯তম ওভারের প্রথম তিন বলে তিনটে ছয় হাঁকিয়ে দ্বিশতরান পূর্ণ করেন শুভমন। ওডিআই ফরম্যাটে দ্বিতশতরানকারী পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান এখন শুভমন গিল। তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মা এবং সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাঁকানো ঈশান কিষাণ। ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানো কনিষ্ঠ ক্রিকেটার এখন শুভমন গিল। ঈশানের রেকর্ডও ভেঙে দিলেন তিনি। গতবছরের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছিলেন ২৪ বছর ১৪৫ দিনের ঈশান। বুধবার ১৪৯ বলে ২০৮ রান করা গিলের বয়স ২৩ বছর ১৩২ দিন। এদিন গিলের ব্যাটে ভেঙে গিয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ইনিংসও। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৬ রান করেছিলেন সচিন। কিউয়িদের বিরুদ্ধে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটসমান এখন গিল। সব মিলিয়ে ১৯টি ওডিআই ইনিংসে শুভমন গিলের এটি তৃতীয় শতরান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে শতরান করেছিলেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে শুধুমাত্র শিখর ধাওয়ান সবচেয়ে কম ইনিংসে ৩টি ওডিআই শতরান করেছেন। ধাওয়ানের লেগেছিল ১৭ট ইনিংস।

এদিকে এদিন ১৯ ইনিংসে তাঁর ঝুলিতে এল এই এক হাজার রান। শুভমনের আগে  বিরাট কোহলি ও শিখর ধবন এক হাজার রান সম্পূর্ণ করতে ২৪ ইনিংস নিয়েছিলেন।তাঁদের চেয়ে ৫ ইনিংস কম খেলেই পৌঁছে গেলেন এক হাজারের ঘরে।  তবে এদিন অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল তাঁর বিশ্বরেকর্ড। কারণ, পাকিস্তানের ফকর জামান ওয়ান ডে-তে ১৮ ইনিংসে এক হাজার রান করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত দ্রুততম। তাঁর চেয়ে এক ইনিংস বেশি নিলেন গিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + five =