শুভেন্দুকে ব্যারাকপুরে নির্বাচনে দাঁড়ানোর চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের

ব্যারাকপুর : এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিজের কেন্দ্র ব্যারাকপুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ জানালেন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পানিহাটিতে ভারত মাতার পুজোয় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। শুভেন্দুর বক্তব্য ছিল, যেই চুক্তিতে ভাইপো ওনাকে নিয়েছিলেন। এক বছরের বেশি অতিক্রান্ত হবার পরও হয়তো ভাইপো সেই চুক্তি রাখতে পারেন নি। তাই ওনি বেসুরো কথাবার্তা বলছেন। শুভেন্দুর পাল্টা জবাবে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ‘উনি তো অনেক বড় নেতা। মাঝে মধ্যেই ওনি বলেন যে মমতা ব্যানার্জিকে হারিয়েছি। ওনাকে এবার বলছি ব্যারাকপুরে এসে নির্বাচনে লড়ে দেখান। কতধানে কত চাল আমরা সেটা বুঝে নেব।’ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পরাজয়ের কারন হিসেবে সাংসদ অর্জুন সিংয়ের  বক্তব্য, লোডশেডিং করে গণনায় কারচুপি করে এবং এজেন্সি কাজে লাগিয়ে ওনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। সাংসদের জোরালো দাবি, এখনও তিনি এমপি। আগামীদিনেও তিনি এমপি থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =