হাই কোর্টে বড় স্বস্তি শুভেন্দুর , ২৬ এফআইআর-এ স্থগিতাদেশ

কলকাতা: কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কারণ, বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। প্রসঙ্গত, বিভিন্ন সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই সংখ্যাটাও নেহাত কম নয়। মোট ২৬টি এফআইআর দায়ের হয় তাঁর বিরুদ্ধে। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি ছিল। এরপরই এদিন শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর’এ স্থগিতাদেশ দেন বিচারপতি।

এদিন আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী আবেদন করেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলি হয় খারিজ করে দেওয়া হোক। নতুবা সমস্ত অভিযোগের তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রসঙ্গত আদালত শুভেন্দু অধিকারীকে আগেই রক্ষাকবচ দিয়েছিল। এরপরও বিরোধী দলনেতার বিরুদ্ধে কী ভাবে এত এফআইআর দায়ের হয়, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। শুনানির সময় বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য স্তব্ধ করে দেওয়ার এক চেষ্টা চলছে।  এদিন রাজ্য সরকারকেও এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। ৬ সপ্তাহের মধ্যে সেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই হলফনামা জমা দেওয়ার পর আদালত সিদ্ধান্ত নেবে এই অভিযোগগুলির তদন্তভার অন্য কোনও তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হবে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + fifteen =