নিজস্ব প্রতিবেদন, শ্যামপুর: হাওড়া গ্রামীণ এলাকায় বিধানসভার নির্বাচনের ঢাক বাজিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীদের মধ্যে তিনি হাওড়া গ্রামীণ এলাকার ৭টি আসনের মধ্যে ৫টিতে জয়ের লক্ষ্য মাত্রা দিয়ে দিলেন। যদিও এই টার্গেটকে মানতে নারাজ শাসক দল তৃণমূল। বুধবার হাওড়া শ্যামপুরে হাওড়া গ্রামীণ বিজেপির ডাকা এক বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে আগামী বিধানসভা নির্বাচনে জয়ের জন্য বিজেপি কর্মীদের এসআইআর-কে গুরুত্ব দিতে নির্দেশ দেওয়ার পাশাপাশি বিধানসভা নির্বাচনে যে স্মার্ট ইলেকট্রিক মিটার ইস্যু হতে চলেছে তা জানিয়ে দেন। তিনি বলেন, ‘স্মার্ট মিটার একটি চুরির কল। তাই এই মিটার তুলে নেওয়ার দাবি জানাচ্ছি। কিন্তু এই টাকা চুরির সরকারি যন্ত্র তুলে নিতে হলে, আগে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। আর তার জন্য গ্রামীণ হাওড়ার ৭টি আসনের মধ্যে পাঁচটি দখল করতে হবে।’ এদিন তিনি খগেন মুর্মুর উপর আক্রমণ থেকে শুরু করে দুর্গা পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীর মাথায় আঁচল চাপা দেওয়ার ভঙ্গির ও সমালোচনা করেন।

