বুধবার সারা দেশে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। আর সেই উৎসবে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দিল্লির একটি সরকারি স্কুলের পড়ুয়ারা তাঁর হাতে বেঁধে দিল রাখি। রাখির দিন সকালেই দেশের মানুষকে রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ।
मेरे सभी परिवारजनों को रक्षाबंधन की हार्दिक शुभकामनाएं। बहन और भाई के बीच अटूट विश्वास और अगाध प्रेम को समर्पित रक्षाबंधन का ये पावन पर्व, हमारी संस्कृति का पवित्र प्रतिबिंब है। मेरी कामना है, यह पर्व हर किसी के जीवन में स्नेह, सद्भाव और सौहार्द की भावना को और प्रगाढ़ करे।
— Narendra Modi (@narendramodi) August 30, 2023
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘পরিবারের সব সদস্যদের রাখিবন্ধনের শুভেচ্ছা জানাই। ভাই-বোনের অটুট বিশ্বাস ও গভীর ভালবাসার প্রতীক এই উৎসব। রাখি আমাদের সংস্কৃতির পবিত্র প্রতিচ্ছবি। আমার বিশ্বাস, এই উৎসবের মাধ্যমে স্নেহ, সদ্ভাব, সৌহার্দ্য সকলের জীবনে ছড়িয়ে পড়বে।’
Had a very special Raksha Bandhan celebration at 7, Lok Kalyan Marg. My young friends and I talked about so many subjects. They shared their joy on Chandrayaan-3 and India’s strides in space. They also recited wonderful poetry. pic.twitter.com/JNbNxbWiE6
— Narendra Modi (@narendramodi) August 30, 2023