নিজস্ব প্রতিবেদন, কাটোয়া: কাটোয়ার ঘোড়ানাশে ডেঙ্গু সচেতনতা বাড়াতে পদযাত্রা করল পড়ুয়ারা।
রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। কোথাও জমা জল জমতে দেওয়া যাবে না। রাতে ঘুমনোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। যত্রতত্র ময়লা নোংরা আর্বজনা জঞ্জাল স্তূপাকৃতি করে ফেলে রাখা চলবে না। ঘরের ফুলের টবে বা নর্দমায় টায়ারে জল জমিয়ে রাখা চলবে না। এইসব সচেতনতা অত্যন্ত জরুরি ডেঙ্গু প্রতিরোধে। শুক্রবার সকালে কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক -শিক্ষিকাদের নেতৃত্বে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কর্মীদের সহযোগিতায় ডেঙ্গু বিজয় অভিযানকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পদযাত্রা করেন। বিদ্যালয়ের সামনে থেকে ঘোড়ানাশ গ্রাম প্রদক্ষিণ করে স্কুলে এসে শেষ হয় পদযাত্রা। পড়ুয়ারা ডেঙ্গু সচেতনতায় এদিন প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে পদযাত্রায় সামিল হয়।