ছাত্রদের অধিকার প্রকৃত শিক্ষালাভ করার, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

‘ছাত্রদের প্রকৃত শিক্ষালাভা করার অধিকার রয়েছে।‘ সোমবার এক মামলার প্রেক্ষিতে এমনটাই জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে এদিন শিক্ষক বদলি মামলায় ফের হাই কোর্টের ভর্ৎসনার মুখে মামলাকারীরা। সোমবার এই সংক্রান্ত শুনানিতে পড়ুয়াদের শিক্ষার অধিকার নিয়ে সরব হতে দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘শিক্ষকদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার থাকলে এর পাশাপাশি  ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে।এই আদালত ওই পড়ুয়াদের জন্য চিন্তিত।’

ঘটনার সূত্রপাত, পুরুলিয়ার ঝালদার এক প্রাথমিক স্কুলের শিক্ষক বদলি নিতে চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করায়। এই মামলা সোমবার ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সোমবার শুনানিতে তখনই বিচারপতি প্রশ্ন তোলেন, ওই স্কুলে কতজন পড়ুয়া রয়েছে তা নিয়ে। একইসঙ্গে আবেদনকারীর আইনজীবী জানান, পডুয়ার সংখ্যা ৫৬ জন।তাতে বিচারপতির মন্তব্য, ‘এখন ভাল করে ছাত্রদের পড়াতে বলুন।এখন আমি কোনও বদলির নির্দেশ দেব না।বিচারপতি বিশ্বজিৎ বসু এই বদলি মামলায় রাজ্যের স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানতে চেয়েছেন।আমিও চাইছি।’

এরই পাশাপশি বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, রাজ্যের স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাত কত, তা আগে আদালতকে জানাবে রাজ্য। এরপরই বদলির নির্দেশ দেওয়া যেতে পারে।তার আগে বদলি সংক্রান্ত মামলায় কোনও নির্দেশ দেবে না উচ্চ আদালত। এরই রেশ ধরে বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন স্পষ্ট ভাষায় জানান, ‘শিক্ষকরা বদলি চাইছেন। তাঁরা বেতন নিচ্ছেন।অন্যান্য সুযোগও পাচ্ছেন।এটা তাঁদের অধিকার।তবে পাশাাপাশি এটাও মাথায় রাখতে হবে যে ছাত্রদেরও উপযুক্ত শিক্ষা পাওযার অধিকার রয়েছে।তা থেকে তারা যেন বঞ্চিত না হয়। সেদিকে লক্ষ্য রাখা উচিত শিক্ষকদের। শুধু বদলি চাইলেই হবে না।’ এদিকে আদালত সূত্রে খবর, রাজ্যের তরফে শিক্ষক-ছাত্র অনুপাত নিয়ে হলফনামা পাওয়ার পরই পরবর্তী শুনানির দিনক্ষণ স্থির করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nine =