কলকাতা: চার দিনের মাথায় ফের ছাত্রবিক্ষোভে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত শনিবার সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সামনে ছাত্র সংসদ ভোটের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল এসএফআই। এদিন ফের সেই বিক্ষোভ শুরু হয়েছে।মূলত এসএফআই ও ফেটসুর নেতৃত্বে এই বিক্ষোভ চলছে বলে জানা গিয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক ছিল অরবিন্দ ভবনে। সেই সময়েই প্রশাসনিক ভবনের বাইরে জমায়েত হয় ছাত্ররা। পড়ুয়াদের বক্তব্য, ২০২০ সালে শেষবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোট হয়েছিল। তারপর আর হয়নি। ভোটের দাবিতে গত কয়েকদিন ধরেই পোস্টার, হোর্ডিং ঝুলছিল। সমাবর্তনে রাজ্যপালের সামনেই বিক্ষোভ হয়।
কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ ভোট নিয়ে জল অনেক দূর গড়িয়েছিল। বেশ কিছুদিন অনশনও করেন ডাক্তারি পড়ুয়ারা। পরে সরকারের দিক থেকে সাড়া না পেয়ে নিজেরাই নিজেদের মতো করে ভোট করে নেন পড়ুয়ারা। যদিও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বা স্বাস্থ্য ভবন সেই ভোটকে স্বীকৃতি দেয়নি।
তবে যাদবপুরের পড়ুয়ারা কী করবেন, তা এখনও স্পষ্ট নয়।