জোড়ালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ভোর ৩টে (স্থানীয় সময়) নাগাদ এই ভূকম্পন লক্ষ করা যায়। যার জেরে প্রায় দু’ঘণ্টার জন্য সুনামির সতর্কতা জারি করে সংশ্লিষ্ট দপ্তর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩।

সুনামির জন্য সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষকে অবিলম্বে ভূমিকম্পের কবলে পড়া এলাকার বাসিন্দাদের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির তলায় ৮৪ কিমি নিচে, মেন্টাওয়াই দ্বীপপুঞ্জের ১৭৭ কিমি উত্তর-পশ্চিমে। প্রথম কম্পনের পরও আরও বেশ কয়েকবার কেঁপে ওঠে মাটি। এর মধ্যে একটি কম্পনের মাত্রা ছিল ৫। মাটি কেঁপে ওঠার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কম্পন অনুভূত হয়েছে পশ্চিম সুমাত্রা ও উত্তর সুমাত্রাতেও। সবচেয়ে তীব্র কম্পন ৩০ সেকেন্ডের মতো স্থায়ী হয়েছিল বলে জানা গিয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহরি জানিয়েছেন, পশ্চিম সুমাত্রার প্যাডংয়ে ভূমিকম্পটি সবচেয়ে তীব্র ভাবে অনুভূত হয়েছিল। প্যাডংয়ের পাশাপাশি সুমাত্রার পশ্চিম উপকূলের দ্বীপগুলিতে ভূমিকম্পের কী প্রভাব পড়েছে তা জানতে ইতিমধ্যেই তৎপর হয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =